Header Ads

এক নজরে টাইগার মুরগি


* সর্বোচ্চ ওজন:-মোরগ 7-8কেজি,
(9 কেজির রেকর্ড রয়েছে)
আর মুরগি 3-4.5 কেজি ।
* বিক্রয়ের উপযোগী:- মোরগ-1.5-2 মাসে, মুরগি1-2.5মাসে
* খাবার গ্রহনঃ- 120-150 গ্রাম।
* ডিম দেওয়ার সময়ঃ- 5-6 মাসের ভিতরে ডিম পাড়ে।
* বছরে কত ডিম দেয়ঃ- 160 -180 টি ডিম দেয়।
* কত বছরে ডিম দেয়ঃ- 2-2.5 বছর ডিম পাড়ে এর পরে কমে যায়।
* থাকার যায়গাঃ-1.5-2 র্বগ ফুট জায়গা লাগে।

7 comments:

  1. ভাই এর বাচ্চা কোথায় পাওয়া যায়?

    ReplyDelete
  2. আমি 200 টা টাইগার মুরগির বাচ্চা নিতে চাই

    ReplyDelete
  3. জরুরি ভাবে দরকার অরজিনাল টাইগার মুরগির বাচচা 700 দোহার থেকে জোগাজোগের ঠিকানা 01724511855

    ReplyDelete
  4. আমি ১০০ টি বাচ্চা নিতে চাই বাচ্চা গুলার দাম কত হবে জানা বেন অনুরোধ রইল

    ReplyDelete
  5. ১০০ বাচ্চা নিতে চাই,,
    01959449651

    ReplyDelete
  6. ১০০ বাচ্চা লাগবে

    ReplyDelete

Theme images by merrymoonmary. Powered by Blogger.