টার্কির ভ্যাকসিন প্রোগ্রাম (Vaccination programme for Turkey)
বয়স(দিন/সপ্তাহ)–মার্কেট —-ব্রিডার হেন –ব্রিডার টোম টার্কি
————————————————————————–
০১-০৩দিন পিজিওনপক্স ভ্যাক.
————————————————————————–
০৪-০৬দিন এন.ডি লাসোটা
————————————————————————–
২০-২৫দিন এন ডি ল্যাসোটা
————————————————————————–
৫ -৬ সপ্তাহে ফাউল পক্স ভ্যাকসিন
————————————————————————-৭-৮ সপ্তাহে কৃমি নাশক
————————————————————————–৮-৯ সপ্তাহে আরডিভি
————————————————————————–৯-১০সপ্তাহে ফাউল কলেরা ভ্যাক.
————————————————————————-
১৩-১৪সপ্তাহে ফাউল কলেরা ভ্যাক .
————————————————————————–
১৪-১৫সপ্তাহে কৃমিনাশক
————————————————————————–
১৬-১৭সপ্তাহে এন ডি ল্যাসোটা ভ্যাক
————————————————————————–
১৮সপ্তাহে ××××× ফাউল কলেরা ভ্যাক .
————————————————————————–
২১-২২সপ্তাহে ××××× এন ডি ল্যাসোটা
————————————————————————–২৪সপ্তাহে ×××× ফাউল কলেরা ভ্যাক
————————————————————————–২৫সপ্তাহে ××××××× কৃমি নাশক
————————————————————————–
২৭সপ্তাহে ××××××××××ফাউলপক্স. পক্স.ভ্যাক.
————————————————————————–
২৮সপ্তাহে ××××××××××× এন ডি ল্যাসোটা
————————————————————————–
২৯-৩০ স প্তাহে ××××××× ফাউলকলেরাভ্যাক .
————————————————————————–
বিঃ দ্রঃ– এন ডি (Newcastle Disease) ল্যাসোটা ভ্যাকসিন চোখে ড্রপ অথবা খাবার পানিতে (Drinking water) ব্যবহার করতে হবে। আরডিভি থাই মাংস পেশীতে ইনজেকশন,পিজিওন পক্স ভ্যাকসিন ও ফাউল পক্স ভ্যাকসিন (Wings web)থাই অথবা ডানার চামড়ায় পালক ও শিরাবিহীন স্থানে খোঁচা মারার মাধ্যমে,ফাউল কলেরা রোগের ভ্যাকসিন ঘারের চামড়ার নীচে (S.C/Subconscious inj. )ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করতে হবে।উল্লেখ্য যে ,এই ভ্যাকসিন প্রোগ্রামে টার্কির কোরাইজা রোগের ভ্যাকসিন উল্লখ করা হয় নি। কারণ টার্কি ও মুরগির কোরাইজা রোগের কারণ ভিন্ন ভিন্ন। মুরগির কোরাইজা রোগের কারণ হলো হিমোফিলাস প্যারা-গ্যালিনেরাম ( Hemophilus Para-gallinarum ) । সংক্ষেপে হিমোফিলাস গ্যালিনেরাম ব্যাকটেরিয়া নামে অধিক পরিচিত। অপরদিকে, টার্কির কোরাইজা রোগের জীবাণু হলো এলকালিজেনস ফ্যাকালিস ( Alcaligens Faecalis) ।তাই এক্ষেত্রে মুরগির ইনফেকশাস কোরাইজা রোগের ভ্যাকসিন টার্কির ক্ষেত্রে ব্যবহার প্রযোজ্য হবে না।
এছাড়াও সংশ্লিষ্ট এলাকার টার্কি প্রাকটিশনার টার্কির শারীরিক অবস্থা,আবহাওয়া,এলাকায় রোগের প্রাদুর্ভাব,সংশ্লিষ্ট খামারে রোগের প্রাদুর্ভাব ইত্যাদি বিবেচনা সাপেক্ষে ভ্যাকসিন তালিকা খামারিকে তৈরি করে দিতে পারবেন।
পক্স রোগের ক্ষেত্রে,পক্স রোগের ভ্যাকসিন টার্কির পক্স রোগ বিষয়ে আলোচনায় আরো সুস্পষ্টভাবেতুলে ধরা হয়েছে।
No comments