Header Ads

পুলোরাম রোগ/Pullorum Disease


পুলোরাম রোগ মোরগ-মুরগীতে একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। সালমোনেলা পুলোরাম নামক একটি ব্যাকটেরিয়া রোগটির জন্য দায়ী। এটি একটি ডিম বাহিত রোগ এবং জন্মের আছে অথবা অব্যবহিত পরে এই রোগের কারণে মৃত্যুহার যথেষ্ট। তবে প্রধানত ৩ সপ্তাহ বয়সের আগের মোরগ-মুরগীতে এই রোগের অক্রমন ঘটে তীব্র আকারে, পক্ষান্তরে বেশী বয়সী মোরগ-মুরগীতে এই রোগের আক্রমন ঘটে মৃদু আকারে ও নির্দিষ্ট অঙ্গে।
লক্ষণঃ
তীব্র আকারের আক্রমনের ক্ষেত্রে মোরগ-মুরগীতে ঝিমুনি, শ্বাসকষ্ট, ক্ষুধামন্দা, সাদা আঠালো পায়খানা (ডায়রিয়া) মোরগ-মুরগীর পিছনের পালকে লেগে থাকে। অবশেষে তীব্র পানিশূন্যতার কারণে মোরগ-মুরগী মারা যায়। মৃত্যুর হার ১০০% পর্যন্ত হতে পারে। মৃত বাচ্চার উদর গহবরে ডিমের কুসুম লেগে থাকে।
কম তীব্র আকারের রোগের ক্ষেত্রে বেড়ে উঠা মোরগ-মুরগীতে খোঁড়া পা, অন্থিসন্ধি ফুলে উঠা ইত্যাদি কারণে বৃদ্ধি ব্যহত হয়।
মৃদু আকারে এ রোগের আক্রমন হলে অস্থিরতা, বিবর্ণ ও কুঞ্চিত ঝুঁটি, ডিম উৎপাদন, উর্বরতা ও ডিম ফুটে বাচ্চা জন্মের হার হ্রাস পাওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।
চিকিৎসাঃ
Tylovet plus or Colistine
Vitamine-C
Electrolyte Powder
Apple cider vinegar

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.