Header Ads

মুরগীর নতুন জাত উদ্ভাবন


নতুন জাতের একটি মুরগী উদ্ভাবন করেছে কেন্দ্রীয় প্রাণীসম্পদ বিভাগ। ঢাকার মিরপুর হাস-মুরগি খামারে প্রাণীসম্পদ বিভাগের বিজ্ঞানীরা ২০১৩ সালের অক্টোবর মাসে দেশি ও বিদেশি জাতের মুরগির ক্রস থেকে নতুন জাতের এ মুরগি উদ্ভাবন করেন। নতুন উদ্ভাবিত এই মুরগির নাম সিপিএফ-৩। সিপিএফ-৩ মুরগি রঙ লাল ও সাদা-কালো।
সিপিএফ-৩ মুরগীর জাতটি ইতিমধ্যে খামারী পর্যায়ে সাড়া ফেলে দিয়েছে কারন ইহা খুব দ্রুত বর্ধনশীল ও এই মুরগীর মাংশ ঠিক দেশি মুরগীর মত স্বাদ। মুরগীর জাতটি আমাদের দেশে উদ্ভাবিত বলে যেকোন আবহাওয়া ও পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে সক্ষম এবং এর রোগ বালাই কম। সিপিএফ-৩ জাতের মুরগী মাংস উৎপাদনের জন্য। এই মুরগী ৫-৬ সপ্তাহের মধ্যে ৮০০-১০০০ গ্রাম হয়ে থেকে ৬-৮ সপ্তাহের মধ্যে ১২০০ গ্রামের উপরে হয়ে থেকে।

2 comments:

  1. সোনালি লেয়ার জাতের মুরগী কোথায় পাওয়া যায় এবং ঐ জাতের নাম কি?আশা করি বিস্তারিত জানাবে।

    ReplyDelete
  2. আমার খামারে মুরগীর পেটে গ্যাস এবং পগার ছাড়া ছাড়া কি করতে পারি। মারা ও যায়...?

    ReplyDelete

Theme images by merrymoonmary. Powered by Blogger.