Header Ads

ব্রয়লার পালনের সিডিউল


১-৫ দিন আইবি+এন ডি টিকা,নিউট্রিল্যাক বা বিটামিউন,সি,স্যালাইন ,গ্লোকোজ,প্রবায়োটিক( প্রটেক্সিন,সাল্টোজ প্লাস),প্রয়োজনে এন্টিবায়োটিক লাগবে
১০-১২ দিন গাম্বোরু টিকা চোখে বা মুখে ১ ফোটা
১৪-১৬ দিন আমাশয়ের ডোজ ই এস বি৩ বা কক্সিকিউর বা কক্সি। -কে ১.৫ গ্রাম ১ লিটার পানিতে সব সময়।
১৭-১৯ দিন গাম্বোরু টিকা,নিউট্রিল্যাক বা বিটামিউন মুখে ফোটা বা পানিতে
২০-২২ দিন আমাশায়ের ডোজ( সব সময়) ,সি( দুপুরে),ই সেল(সকালে)
২৩-২৫ দিন এন্টিমাইকোপ্লাজমা(টাইলোডক্সি বা কমিট্রিল বা টিলমাইসিন)সব সময় পানিতে
২৬-২৭ দিন নিউট্রিল্যাক
স্প্রে,ভাইরুস্নিপ দিয়ে ৪-৫ দিন পর পর স্প্রে করতে হবে ৭গ্রাম ১লিটারে মুরগির উপরে এবং অন্য সকল জায়গায়
টিকা দেয়ার দিন,আগের দিন ও পরের দিন দেয়া যাবে না।
যে দিন কোন কিছু চলবেনা সেদিন প্রবায়োটিক চলবে ।মাঝে ১বার মানে ২-৩ দিন লিভার টনিক চালানো যায়।
গরম হলে সি বা স্যালাইন চলবে আর শীত হলে এ ডি এ৩ দেয়া যায়
কোন সমস্যা হলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে,
নোটঃ
কে কি চালাবে তা নির্ভর করে তার ব্যবস্থাপনার উপর,যদি ব্যবস্থাপনা ভাল হয় তাহলে অনেক কিছু বাদ দেয়া যায়।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.