Header Ads

ইনফেকশাস কোরাইজা (Infectious Coryza)


হিমোফিলাস প্যারাগ্যালিনেরাম নামক গ্রাম নেগেটিভ বাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ। মুরগীর ঘরের মধ্যে ঠিকমত বাতাস চলাচল না থাকলে, ডেন্টিলেশন ভাল না হলে, লিটার বেশী পুরানো হলে এবং ঘরের মধ্যে এনেমানিয়া গ্যাস জমা হলে এ রোগের প্রাদুর্ভাব দেখ দিতে পারে। এ রোগকে অনেকেই মুরগীর ঠান্ডা লাগা রোগ বলে।
সংক্রামণের উপায়ঃ
রোগাক্রান্ত বা রোগের বাহক আপাতসুস্থ মুরগী থেকে নিঃসৃত পদার্থ, পানি, বাতাস বা সরাসরি সংস্পর্শ থেকে এ রোগ এক মুরগী থেকে অন্য মুরগীতে ছড়ায়। তবে এ রোগ হওয়ার জন্য ঘরের মধ্যে এমোনিয়া গ্যাস জমা হওয়া এবং বাতাস চলাচল কম থাকাই মুখ্য ভূমিকা পালন করে।
লক্ষণঃ
নাসারন্দ্র ও মাথার সাইনাসের প্রদাহের ফলে নাক দিয়ে পানির মত পাতলা তরল পদার্থ ঝরতে থাকে। কখনও কখনও রক্ত মিশ্রিত শ্লেষ্মা নিঃসৃত হয়। মুখ, চোখ, মাথা ইত্যাদি ফুলে যায়। চোখের ঝিল্লীতে প্রদাহ সৃষ্টি হয়। শ্বাসনালী আক্রান্ত হলে ঘড় ঘড় আওয়াজ হয় ও শ্বাস কষ্ট দেখা দেয়। তাছাড়া খাদ্য গ্রহণে অনীহা, ডিমপাড়া কমে যাওয়া, মুখ দিয়ে লালা পড়া, কখনও কখনও ডায়রিয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।
পোষ্ট মর্টেম লক্ষণঃ
শ্বাসনালীতে প্রদাহের চিহ্ন, সাইনাসে ঘর শ্লেষ্মা পাওয়া যাবে।
চিকিৎসাঃ
Cotra-Vet Powder (কট্রা-ভেট পাউডার) অথবা Enflox-Vet Solution (এনফ্লক্স-ভেট সলিউশন)Tylovet plus
Vitamine- C
Respiron
Electromin Powder (ইলেকট্রোমিন পাউডার)

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.