Header Ads

ব্রুডিং এর বিভিন্ন ব্রুডার


ব্রুডার
যা দিয়ে তাপ দেয়া হয়।
ব্রুডার বিভিন্ন ধরনের হয়;
১।গ্যাস ব্রুডার
২।বাল্ব
৩।হারিকেন
৪।কাঠের গুড়া ও টিনের কোটা
৫।ইলেক্ট্রিক হিটার
৬।ইনফ্রারেড ব্রুডার
বিভিন্ন ব্রুডারের সুবিধা -অসুবিধা
গ্যাস ব্রুডার
সুবিধা
সব চেয়ে ভাল কারণ ভাল তাপ হয়।
অসুবিধা
দাম বেশি এবং গ্যাসের খরচ বেশি।
সব জায়গায় পাওয়া যায় না।
বাল্ব
সুবিধা
দাম কম
সব জায়গায় পাওয়া যায়।
অসুবিধা
তাপ কম হয়।
কাঠের গুড়ি ও টিনের কোটা
সুবিধা
খরচ কম
সব জায়গায় পাওয়া যায়
তাপ ভাল হয়।
অসুবিধা
ধোয়া হয়
খেয়াল রাখতে হয়
বানাতে হয়।
হারিকেন
সুবিধা
দাম কম
অসুবিধা
তাপ খুব কম
টিনের চোংগা ও কয়লা
সুবিধা
ভাল তাপ হয়
অসুবিধা
বানানোর ঝামেলা
ইনফ্রারেড ব্রুডার
সুবিধা
ভাল তাপ হয়
অসুবিধা
দাম বেশি
সব জায়গায় পাওয়া যায় না।
#কাঁঠের_গুড়ার_ব্রুডার
কাঁঠের গুড়ার ব্রুডার তৈরীর উপকরণঃ
১. তেলের টিন
২. শুকনো কাঠের গুড়া
৩. বাঁশ বা চোঙা
৪. মাটি
৫. বালু
#তৈরী_করার_পদ্ধতিঃ
১. প্রথমে একটি তেলের টিনের মুখ পুরোটা কেটে নিন। তারপর এর নিচে থেকে ২ ইঞ্চি উপরে ৩ ইঞ্চি ব্যাসের একটি ছিদ্র করুন।
২. এবার টিনের ভিতর বালু দিয়ে নিচের দিকে ২ ইঞ্চি পরিমান পূর্ণ করে দিন।
৩. এবার নিচের ছিদ্র দিয়ে একটি বাঁশ/চোঙা টিনের মধ্যে ঢুকিয়ে দিন। এটি ব্রুডার জ্বালিয়ে রাখার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরাবরাহ করবে।
৪. এবার টিনের ঠিক মধ্যে দিয়ে আরো একটি বাঁশ টিনের ভিতরে প্রবেশ করিয়ে দিন।
৫. এবার টিনের ভিতরে কাঁঠের গুড়া দিয়ে পুরা টিন ভরিয়ে ফেলুন।
৬. এবার কিছু মাটিতে পানি দিয়ে কাদা বানিয়ে টিনের উপরের খোলা মুখে, কাঁঠের গুড়ার উপর লেপে দিন।
৭. এবার সতর্কতার সাথে বাঁশ দুটি টিনের ভিতর থেকে টেনে বের করে আনুন। খেয়াল করবেন যেন কাঁঠের গুড়ার স্তম্ভ ভেঙ্গে না পরে।
৮. বাঁশ সরিয়ে নেবার কারণে টিনের মধ্য বরাবর যে ছিদ্র তৈরী হবে সেখানে কিছু কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দিন।
৯. ভাল মত আগুন জ্বেলে উঠলে হোবারের নিচে কাঠের গুড়ার ব্রুডারটি বসিয়ে দিন।
এমন ১ টা ব্রুডার দিয়ে মোটামুটি ৩০০ বাচ্চাকে তাপ দেয়া যায়।
বি.দ্রঃ কাঠের গুড়া ভিজা থাকলে প্রচুর ধোঁয়া হবে। তাই ভাল করে কাঠের গুড়া শুকিয়ে নিন। তাছাড়া আগুন জ্বলবার কারনে কার্বন-ডাই-অক্সাইড নির্গত হবে। সে কারণে সঠিক ভেন্টিলেশন ব্যবস্থা মেনে চলতে হবে।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.